• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে নির্বাচনী মাঠে প্রার্থীদের সহধর্মিণীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

মানিকগঞ্জে ভোটের মাঠ সরগরম করে তুলেছেন প্রার্থীদের সহধর্মিণীরাও সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে তারা চষে বেড়াচ্ছেন মাঠ প্রান্তর বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তারা তবে বিএনপির স্বজনরা কার্যত মাঠে নেই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের সহধর্মিণী হ্যাপী রহমান ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সহধর্মিণী শাবানা মালেক দিনরাত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়

দেখা গেছে, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষে তার সহধর্মিণী হ্যাপী রহমান ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চাচ্ছেন ছুটে যাচ্ছেন এ গ্রাম থেকে আরেক গ্রামে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে চালিয়ে যাচ্ছে উঠান বৈঠক

 

নাঈমুর রহমান দুর্জয়ের সহধর্মিণী হ্যাপী রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে আমার স্বামী তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন সে এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময়ই পাশে থেকে কাজ করে যাচ্ছেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এলাকাবাসী আবারো নৌকায় ভোট দিয়ে আমার স্বামীকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ

 অপরদিকে দুর্জয় প্রতিদিনই সকাল থেকে রাত অবধি ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এদিকে মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের জন্য ভোটের মাঠে নেমেছেন তার সহধর্মিণী শাবানা মালেক  প্রতিদিনই মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও ঘুরে ঘুরে তার স্বামীর জন্য নৌকায় ভোট চাচ্ছেন তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাবানা মালেক বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আমরা পরিবারের সদস্যরা নৌকার জন্য জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছি আমার স্বামী ১০ বছরে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী আবারো নৌকায় ভোট দিয়ে আমার স্বামীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন