• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

প্রতারণা ও প্রতিশ্রুত সেবা প্রদান না করায় মানিকগঞ্জে বলাকা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন ভুক্তভোগী অভিযোগকারী বিপ্লব হোসেন মিঠু।

মঙ্গলবার (২৭ জুলাই) অভিযোগকারীর লিখিত অভিযোগের শুনানি শেষে হাসপাতালটির পরিচালককে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জানা যায়, ভুক্তভোগী বিপ্লব হোসেন মিঠু গত ৪ জুলাই পেটে ব্যথা নিয়ে বলাকা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২টি পরীক্ষা করানোর পরামর্শ দেন। বিপ্লব হোসেন মিঠু হাসপাতালটির রিসিপশনে পরীক্ষার জন্য টাকা জমা দিতে গেলে হাসপাতালের নাইটগার্ড স্ব-প্রণোদিত হয়ে অতিরিক্ত আরও দুইটি পরীক্ষার করানোর পরামর্শ দেয়।

ভুক্তভোগী মিঠুর অনিচ্ছা থাকা সত্ত্বেও জোরপূর্বক অতিরিক্ত পরীক্ষা করানোসহ পরীক্ষার ফি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হয়। পরে ভুক্তভোগী মিঠু জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ শুনানি শেষে অভিযোগকারী ভোক্তাকে প্রতিকার স্বরূপ ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর নির্দেশনায় অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদফতরে ডাকা হয় এবং শুনানি শেষে ভোক্তাকে প্রতিকার স্বরূপ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ প্রদান করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বা অপরাধ করবে না বলে মূচলেকা দেন।