• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চবিতে হরিণের মাংস উদ্ধার, আটক হয়নি কেউ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

 সবজির ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা থেকে মাংসগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন পহাড়ে চাষাবাদ করেন। দুপুরে শসা ভর্তি ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাচ্ছেন হরিণের মাংস। এসময় এ নিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে আটকান। পরে ঝুড়ি তল্লাশী করে হরিণের মাংস পাওয়া যায়।  

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া  বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ১৫ কেজির মত হরিণের মাংস পাওয়া গেছে। শসার ঝুড়িতে করে লুকিয়ে নিয়ে যাচ্ছিল মাংসগুলো। তবে কাউকে আটক করা হয়নি। এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।