• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সখীপুরে সড়‌ক ও নদীর পা‌শে ৫ সহস্রাধিক তালবীজ রোপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে  বজ্রপাত প্রতিরোধক পাঁচ হাজার তালের বীজ রোপণ  করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের  তথ্য ও গবেষণা  উপকমিটির সদস্য  প্র‌কৌশলী আতাউল মাহমুদ। গত দুইমা‌সে চার ধা‌পে পাঁচ হাজার বীজ রোপণ কর্মসূ‌চি  গত ১৪ অক্টোবর বৃহস্প‌তিবার শেষ হ‌য়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাঁচ হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্র‌কৌশলী আতাউল মাহমুদ।

কর্মসূ‌চির সমাপ্তিকালে আতাউল মাহমুদ বলেন, “জীববৈচিত্র্য রক্ষা, বজ্রপাতের হাত থেকে মানুষ এবং প্রকৃতিকে রক্ষা কর‌তে তালবীজ রোপণ করা হ‌চ্ছে। তাল গাছ শুধু বজ্রপাতকে প্রতিহত করে না, এটি নদী  ও সড়ক ভাঙ্গনের হাত থেকেও মাটিকে রক্ষা করে। শালগ্রামপুর থেকে তেজপুর সড়ক, বেতুয়া -কালিয়ান-তেজপুর সড়‌কের দুপাড়, নকিল বিল ও টংকী নদীর দুইপা‌ড়েও তালবীজ লাগানো হ‌বে।

এ ব্যাপারে  তালবীজ রোপণ কর্মসূ‌চি বাস্তবায়ন কমিটির সদস্য সজিব তাহমিদ রাজ সোহেল  বলেন, বৃহস্প‌তিবার এক হাজার তালবীজ রোপ‌ণের মাধ্যমে কর্মসূচির সমা‌প্তি হ‌লো। উপ‌জেলার বেতুয়া ও কালিয়ান গ্রামবাসী এই তাল বীজ সংগ্রহ ও রোপণে সহ‌যো‌গিতা ক‌রেছেন। এসব চারা বড় না হওয়া পর্যন্ত গ্রামের তরুণরা দেখাশুনা করবেন।