• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

স্কুল শিক্ষার্থীদের টিকা ১ নভেম্বর থেকে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

আগামী ১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দেয়া হবে। এরপর কিছু সময় নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থী করোনা টিকা পাবে। গতকাল ৫০ লাখ করোনা টিকা দেশে এসেছে। হাতে ২ কোটি টিকা আছে বলেও জানান তিনি।

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের দুইটি স্কুলে পরীক্ষামূলকভাবে ১০০ শিক্ষার্থীকে দেয়া হয় ফাইজারের টিকা। ১৪ দিন পর্যবেক্ষণের পর ১ তারিখ থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের জন্য টিকা কার্যক্রম। এছাড়া, নভেম্বরে আরো ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে প্রতিদিন করোনার টিকা পাচ্ছেন তিন থেকে চার লাখ মানুষ। এ পর্যন্ত টিকা পেয়েছেন ২৩ ভাগ মানুষ। এ পর্যন্ত দেয়া হয়েছে সাড়ে পাঁচ কোটির বেশি ডোজ। প্রথম ডোজ ২৩ ভাগ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৬ ভাগ মানুষ। ঢাকা জেলায় টিকা নেয়ার হার সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম টিকা ঝালকাঠিতে।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে সাত কোটির বেশি। মাসে টিকা দেয়া হচ্ছে এক কোটিরও কম ডোজ। টিকার মজুদ বাড়ায় প্রতি মাসে টিকা দেয়ার হার তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।