• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান জাবির শারমিন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন শারমিন আক্তার সুপ্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সেঞ্চুরি হাঁকান গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা। এটি ছিল তার ক্যারিয়ারের ২৬তম ম্যাচ।

শারমিন আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।

একই ব্যাচের এক শিক্ষার্থী জানান, শারমিন পরবর্তীতে একই বিভাগ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মঙ্গলবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির রেকর্ডটি করেন এ তারকা ক্রিকেটার। তার এ অর্জনে পুরো ক্যাম্পাসে খুশির ঢল নেমেছে।