• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

টিকা নিতে যাচ্ছিলেন আব্দুর রহিম, পথে ঝরল প্রাণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার ভ্যাকসিন নেয়া হলো না আব্দুর রহিমের। তিনি আজ শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি উল্টে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় সিএনজিচালক জুয়েল আহত হয়েছেন। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সকালে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের উপজেলার হাটুভাঙা সিরামিক এলাকায়  দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাফ দেওয়ানের ছেলে। 

আহত চালক জুয়েল জানান, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তার স্ত্রীসহ আশপাশের বাড়ির ৮ জনকে নিয়ে করোনার ভ্যাকসিন নিতে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছানোর পর তিনি অটোরিকশার নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি উল্টে যায়। এতে আব্দুর রহিম নিচে চাপা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।