• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল কীভাবে তদন্তে কমিটি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

গাজীপুরে কাশিমপুর কারাগারে কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দী নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়ার পর তদন্তে কমিটি করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল গণমাধ্যমকে বলেন, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দী রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এসময় সেখান থেকে একটি মিনি বাটনের মোবাইলফোন উদ্ধার করা হয়।

বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ড নিয়ে নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এখন কাশিমপুর কারাগারে কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন।