• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কালিয়াকৈরে স্কুলছাত্রকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার ( ১৭ জানুয়ারি) দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে তাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার সহপাঠীদের

নিহত স্কুলছাত্র কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার শিমুল হোসেনের ছেলে হযরত ওমর (১২) সে উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল

এলাকাবাসী ও নিহতের সহপাঠী সূত্রে জানা গেছে, হযরত ওমর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিদ্যালয় ছুটি হলে বাইরে বের হয় পরে সে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে একটি আজমেরি পরিবহনের ওঠার চেষ্টা করে এ সময় ওই বাসের সহযোগী তাকে ধাক্কা দেয় এতে সে সড়কের উপর পড়ে গেলে পিছনে থাকা আরেকটি আজমেরি পরিবহনের নিচে চাপা পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, বিদ্যালয় ছুটি শেষে চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে একটি আজমেরি পরিবহনের ওঠার চেষ্টা করে এ সময়ে ওই বাসের সহযোগী তাকে ধাক্কা দেয়ায় সড়কে পড়ে গেলে পিছনে থাকা আরেকটি আজমেরি পরিবহনের নিচে চাপা পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

 কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান জানান, স্কুল ছুটি শেষে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে