• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে করোনা শনাক্তের হার ৪৫ শতাংশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

মানিকগঞ্জের সাত উপজেলায়ই উদ্বেগজনকভাবে বেড়েছে করোনা রোগীর সংখ্যা।

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ৭ শতাংশ, ২৫ জানুয়ারি ৩১ দশমিক ২৯ শতাংশ এবং আজ  শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন করোনা শনাক্ত হয়েছে, জেলায় মোট ৮ হাজার ৫৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ২৮ জন সদর উপজেলার, ঘিওরে ৬, হরিরামপুরে তিন, সাটুরিয়ায় চার, সিঙ্গাইরে আট এবং দৌলতপুরে দুজন। 

শিবালয় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এ সময়ের মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষার পরে ৫৫টি নতুন পজিটিভ কেস পাওয়া গেছে, যা সংক্রমণের হার ৪৫ শতাংশ দেখাচ্ছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওনক মুশরাফি জানান, জেলাতে ৫০ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৫৮০ রোগী কোভিড-১৯ পজিটিভ এসেছে। প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১১১ জন। 

ডা. রওনক মুশরাফি আরও জানিয়েছেন, জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১২৬ জন।