• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সখীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের সখীপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার পলাশতলী ও বহেড়াতৈল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পলাশতলীর মেসার্স মিতালী ইটভাটার মালিকে ২ লক্ষ টাকা ও বহেড়াতৈলের মেসার্স পূবালী ইটভাটার মালিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩" এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কেটে এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩" এর ৫(১) ধারায় ফসলি জমি নষ্ট এবং সেই মাটি দিয়ে ইট তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।