• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে শেষ হলো ওয়েব পোর্টাল হালনাগাদ করণ কর্মশালা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

জনগণের হাতের নাগালে সহজে তথ্য ও সেবা পৌঁছে দেয়ার লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় ওয়েব পোর্টাল হালনাগাদ করণ শির্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার ( ১৮ জানুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মশালার সমাপনি ঘোষণা করা হয়। এর ফলে জনগণ সহজেই হাতের নাগালে ই-তথ্য সেবা গ্রহণ করতে পারবে। জানতে পারবে নিদিষ্ট অফিস সমূহের সকল তথ্য ও যোগাযোগের ব্যবস্থা। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের আওতায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষে দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ প্রায় পঁচিশ হাজার সরকারি দপ্তরের ওয়েব সাইটের একটি সমন্বিত রূপ। এর গতিশিলতা আরও বৃদ্ধি করণের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় । 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ প্রশিক্ষণ কর্মশালার  উদ্ভোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী  কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইসিটি শাখার শেখ মো. আলাউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার সজীব চৌধুরীসহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণার্থীরা ।