• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

একমাস ধরে নিখোঁজ শিশু শাহিন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ মধ্যপাড়া থেকে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এক বছর বয়সী শিশু শাহিনের। দরিদ্র মা-বাবার সন্দেহ শিশুটিকে পাশের রুমের নারী ভাড়াটিয়া চুরি করে অন্যত্র বিক্রি করে দিয়েছে।

একমাত্র সন্তানকে উদ্ধারে ‘তদন্ত করে দেখা হচ্ছে’ ছাড়া পুলিশের আর তেমন কোনো অগ্রগতি নেই বলে হতাশ শিশু শাহিনের দিনমজুর বাবা মো. সাগর আলী (৩০) ও মা সাথী বেগম (২৬)। একমাত্র ছেলেকে হারানোর শোকে পাগল প্রায় মা-বাবা।

বাবা সাগর আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগের মধ্য আমবাগ এলাকার জাকির হোসেনের বাসায় ভাড়া থাকেন। ২০ ডিসেম্বর দুপুরে স্ত্রী সাথী বেগম ছেলেকে ঘরে রেখে গোসলখানায় যায়। গোসল শেষে ঘরে ফিরে দেখেন শাহিন ঘরে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে পরদিন কোনাবাড়ি থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার অভিযোগ পাশের রুমের ভাড়াটে মহিলা তার একমাত্র সন্তানকে চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে ওই স্বামীসহ মহিলা উধাউ।

শিশুটির মা সাথী বেগম জানান, এক মাস হয়ে গেল। কিন্তু এখনো পুলিশ কিছু করতে পারেনি। এতে আমরা হতাশ। সিরাজগঞ্জের বাসিন্দা পরিচয়ে ওই মহিলা স্বামীসহ মাত্র ২০ দিন আগে ঘর ভাড়া নিয়েছিল। এলাকার কেউ তাকে চিনে না। বাড়ির মালিক তাদের পরিচয়পত্র রাখেনি। পুলিশকে এসব জানালেও তারা শিশুটিকে উদ্ধারে কোনো পদক্ষেপই নেয়নি।

কোনাবড়ি থানার ওসি (তদন্ত) কলিমদনাথ গোলদার জিডির তদন্তকারীর বরাদ দিয়ে জানান, শিশুটি হারানোর বিষয়ে দেশের সকল থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের আর কি করার আছে। তারপরও আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।