• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

মজুরি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমন হত্যার বিচার এবং আড়াই হাজার শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তার, নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবি  জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি

গত শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামাসহ অন্য নেতারা সমাবেশের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী সংহতির সভাপ্রধান শ্যামলী শীল, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের নেতা ফিরোজ আহমেদ

ও ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, লেখক-গবেষক কল্লোল মোস্তাফা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহজাদ এস আরেফীন প্রমুখ

বক্তারা বলেন, জানুয়ারিতে বেতন পাওয়ার পর থেকেই সব গ্রেডে সমানহারে মজুরি বৃদ্ধি ও সমন্বয়ের দাবিতে আন্দোলন করে আসছিল পোশাক শ্রমিকরা গাজীপুর, উত্তরা, মীরপুর, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকরা মাঠে নামে ওই আন্দোলনেই পুলিশ পোশাক শ্রমিক সুমন মিয়ার বুকে গুলি চালায়

তারা বলেন, মজুরি সমন্বয়হীনতা সরকার ও মালিকের গাফিলতির কারণে হয়েছে, যা তারা স্বীকারও করেছে অথচ তার দায় শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে মালিক ও সরকার পক্ষের দায়িত্বশীলতার অভাবের কারণেই শ্রমিকরা ভোগান্তির শিকার হয়েছে তারা বলেন, মজুরি যেভাবে সমন্বয় করা হয়েছে, তাতে ১৫ টাকা, ২০ টাকা, ১০৫ টাকা এভাবে যে বাড়ানো হয়েছে, তাতে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি সমন্বয় করা হয়নি