• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কারা ফটকের সামনে থেকে ইয়াবাসহ বিদেশফেরত নারী আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২২  

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে মরিয়ম বেগম (৩৭) নামে বিদেশফেরত এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হাতব্যাগ থেকে ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৮ মে) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে ইয়াবার একটি বড় চালান নিয়ে তার ভাই ও স্বামী ধরা পড়েছিলেন।

আটক মরিয়ম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের কাশেমের মেয়ে। স্বামী বশির মিয়াকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কার্টন কারখানার পাশে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত ইমরান বলেন, ‘মরিয়ম দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগে দেশে ফেরেন। রবিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে কারারক্ষীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরিয়মের সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করে ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে তাকে আটক করে। প্রবাসে থাকাকালে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ইয়াবা এখানে নিয়ে আসেন। সম্প্রতি ইয়াবার একটি বড় চালান নিয়ে মরিয়মের ভাই ও স্বামী ধরা পড়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।