• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বাঁশনির্ভর বিদ্যুতের লাইন যেন মরণফাঁদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মে ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দিনে দিনে মরণফাঁদে পরিণত হচ্ছে। আইনের তোয়াক্কা না করে সঞ্চালন লাইনের তার বাঁশের খুঁটিতে ভর করে সংযোগ দেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

কমপক্ষে ৪০ বছর আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় ওয়াপদা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনা চালু হয়। কিন্তু দীর্ঘদিন যাবত এ ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এসব লাইনের তারে জড়িয়ে প্রাণহানিসহ নানা দুর্ঘটনা ঘটছে।

জানা গেছে, বিদ্যুতের এই সঞ্চালন লাইন থেকে একশ ফুট দূরত্বে সংযোগ লাইন টানার কথা। কিন্তু বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর, কটামারা ও অভিরামপুর গ্রামে গিয়ে দেখা গেছে অবৈধভাবে ৭শ ফুট থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে বাঁশের খুঁটিতে এই বিদ্যুৎ সংযোগ লাইন টাঙানো হয়েছে। অনেক স্থানে বাঁশের খুঁটি হেলে তার ঝুলছে। তারের নিচ দিয়ে ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করছে। আর এতেই বাড়ছে বিদ্যুৎস্পৃষ্টের ঝুঁকি।