• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে চার চাঁদাবাজ আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০২২  

ঢাকার ধামরাই এলাকা থেকে চারজন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৪। এ সময়ে তাদের কাছ থেকে দুইজন ভুক্তভোগী, চাঁদাবাজির নগদ ৩২ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মো. আল-আমিন, মো. আরিফুজ্জামান ওরফে পিন্টু, মো. আবু বকর সিদ্দিক এবং মো. আরিফুল ইসলাম। মঙ্গলবার বিকালে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোর সোয়া ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল ঢাকার ধামরাই থানার বারো বাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. আল-আমিন, মো. আরিফুজ্জামান ওরফে পিন্টু, মো. আবু বকর সিদ্দিক এবং মো. আরিফুল ইসলাম নামের চারজন চাঁদাবাজকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩২ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, ভুক্তভোগী দুজন গাড়ি থেকে বারো বাড়িয়া বাসষ্ট্যান্ডে নামলে আটক চার চাঁদাবাজ তাদের পথরোধ করে। এছাড়াও তাদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এছাড়াও ভুক্তভোগীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-৪ এর একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।