• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

জেমকন সাহিত্য পুরস্কার পেলেন সিঙ্গাইরের ইউএনও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

২০২১ সালের জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ। তরুণ শ্রেণিতে স্বরচিত কবিতার পাণ্ডুলিপি ‘আদি ফসিলের গান’-এর জন্য এই জেমকন পুরস্কার পান তিনি। গত মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে পুরস্কারের চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

এছাড়াও সাহিত্যে আফসানা বেগম, তরুণ শ্রেণিতে কথাসাহিত্যে সঞ্জয় পাল ও কবিতায় মারুফা মিতা জেমকন পুরস্কার পান। এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।  

তিনি বলেন, ‘আমরা ২০০০ সালে কাগজ সাহিত্য পুরস্কার প্রবর্তন করি। পরে ২০০৩ সাল থেকে তা জেমকন সাহিত্য পুরস্কার নামে দিয়ে আসছি। বাংলা সাহিত্যের সৃজনশীল লেখকদের সম্মানিত করার জন্যই মূলত এ পুরস্কার দেওয়া হয়। জেমকন সাহিত্য পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।

জেমকন সাহিত্য পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, কবি মোহাম্মদ সাদিক, ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিলেশ রায়, কলকাতার বিদ্যানগর কলেজের অধ্যাপক বনানী চক্রবর্তী, কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল প্রমুখ।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে ইউএনও দিপন দেবনাথ বলেন, যেকোনো কাজের পুরস্কার বা স্বীকৃতি লেখক মনকে আনন্দ দেয়। মনের ভেতর একটা সুখকর অনুভূতি সৃষ্টি হয়। যেকোনো পুরস্কার সমাজের প্রতি দায়বদ্ধতা আরো বেড়ে যায়।