• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ আহত ১০

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

মানিকগঞ্জে দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মানিকগঞ্জসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, জানায় রোববার (১০ জুলাই) ঈদের দিন সন্ধ্যায় শ্যামগঞ্জ গ্রামের জিয়নপুর বাজারে মতিয়ার তার বন্ধুদের নিয়ে চা খাচ্ছিল।

এ সময় অন্ধকারে মতিয়ারের মাথায় আঘাত করে প্রতিপক্ষের লোক। এতে মতিয়ারকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের জিয়নপুর বাজারে আবার উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। 

এতে সোনালী ব্যাংক কর্মকর্তা আমিনুর বেপারসহ নুরুল ইসলাম, নুরুজামান, সাবেক মেম্বার মজিবর, সেরাজুল মাতবরসহ ১০ জন আহত হয়। এদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরে অবস্থা অবনতি হলে আটজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আমজাদ জানান, জের ধরে আজও মারামারি হয়। এতে এ দুর্গম চরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার আগের স্থানীয়দের মাধ্যমে মারামারি নিয়ন্ত্রনে আনা হয়। তবে, কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা আমিনুরও অবস্থাও খারাপ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষকে থানা আসতে বলা হয়েছে। এখনও কেউ আসেনি। আসলে অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।