• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পল্টনে অজ্ঞানপার্টির খপ্পরে দুই ব্যক্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

রাজধানীর পল্টনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা-পয়সা খুইয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন মো. নাসির হোসেন (৪৫) ও মো. মাহবুবুর রহমান (৫৫)। তাদের বাড়ি পাবনা ও গাইবান্ধা।

বুধবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নাসিরকে হাসপাতালে নিয়ে আসা এক সহকর্মী জানান, নাসির পেঁয়াজের ব্যবসা করেন। ঢাকায় তাগাদা সেরে ৪০ হাজার টাকা নিয়ে বাসে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। ওই বাসে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়।

অন্যদিকে মাহবুবের আত্মীয় মাহমুদুল হাসান বলেন, মাহবুবের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানায়। বাবার নাম তৌহিদুল ইসলাম। তার কাছ থেকে অজ্ঞানপার্টির সদস্যরা কী নিয়েছে বলতে পারছি না। সুস্থ হলে বিষয়টি জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পল্টনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।