• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চামড়া খাতে রপ্তানির বাধা অপরিকল্পিত সিইটিপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপি সঠিকভাবে প্রতিস্থাপন করতে না পারা চামড়া খাতের রপ্তানিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সিইটিপি এখনো ঠিক করা সম্ভব। নীতিনির্ধারকরাও এখন বুঝতে পেরেছেন এটি ঠিক না করলে রপ্তানি আয় ধসে পড়বে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। লেদারটেক বাংলাদেশ-২০২২ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, চামড়া খাতের পরিবেশ ভালো করার আশায় আমরা সাভারে গিয়েছিলাম কিন্তু সেখানে ফল উল্টো। দুঃখজনকভাবে সাভারের সিইটিপি ঠিক না করায় আমরা পিছিয়ে পড়ছি। তিনি বলেন, প্রযুক্তিগত কারণে একটি অর্ডার পাওয়ার পরেও আমাদের ৯০ থেকে ১০০ দিন সময় পর্যন্ত লেগে যায় সরবরাহ করতে। ইউরোপীয় বাজারে প্রবেশে এটাই বড় বাধা। অথচ অন্যান্য দেশে মাত্র ৪৫ দিনের মধ্যেই তারা পণ্য ডেলিভারি করতে পারে। আগামী ২০৩০ সালের মধ্যে চামড়া খাতের রপ্তানি আয় ১ দশমিক ৬৫ বিলিয়ন থেকে ১০-১২ বিলিয়নে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় বুধবার থেকে শুরু হতে যাচ্ছে চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২২’, এটি অষ্টম আসর। বিভিন্ন শিল্প সমিতির নেতাদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনদিনের এই প্রদর্শনীটি শেষ হবে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার।

১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের চামড়া, চামড়াজাত পণ্য এবং মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং এক্সেসরিজ অনর্পিত হবে। তিনদিনব্যাপী এ ট্রেড শোতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং এক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।