• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

ঢাকার নবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে এ প্রদর্শনীর আয়োজন করে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।  অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ বিষয়ে অনেক কাজ করছেন। শুধু প্রাণিসম্পদ নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন। 

পরে সালমান এফ রহমান প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন পশু-পাখির খামারিদের স্টল ঘুরে দেখেন।  অনুষ্ঠানে খামারিদের সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ।