• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়াজেদ মিয়া বিজ্ঞান
গবেষণাগার কেন্দ্রের সেমিনারে শনিবার আলােচনা সভা হয়েছে। 

সভায় প্রেস ইনস্থিটিউট
বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর
ওয়াজেদ বলেন, সাংবাদিক দম্পতি সাগর ও
রুনি হত্যা হলো। তাঁদের অনেক সাংবাদিক বন্ধু সে সময় সেখানে গিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত
কোনাে সাংবাদিক একটা অনুসন্ধানী প্রতিবেদন
করেননি। তাঁরা পুলিশ কী করছে সেটার দিকে তাকিয়ে আছে। আমাদের সাংবাদিকতার
ইতিহাসে এটা কলঙ্ক হয়ে থাকবে যে এ ঘটনা নিয়ে আমরা কোনাে অনুসন্ধান করিনি।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক। কিন্তু
তাঁদের লেখা খুঁজে পাওয়া যায় না। কেউ না লিখলে সে সাংবাদিক হয় কীভাবে? 

সভায় প্রধান অতিথি এনামুর রহমান বলেন, "সাংবাদিকেরা
আছেন বলেই সত্য উদ্ঘাটিত হয় আর আমরা ন্যায়বিচার পেতে পারি।' সভায় বক্তব্য দেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম, উপ- উপাচার্য শেখ মাে. মনজুরুল হক, 
অ্যালামনাই সভাপতি শহিদুল হক মঞ্জু, বিশ্ববিদ্যালযের রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর
আস ম ফিরােজ-উল-হাসান প্রমুখ।