• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বাড়িভাড়া সংক্রান্ত জাবি সিদ্ধান্তের প্রতি হাইকোর্টের রুল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সোমবার (২৮ জানুয়ারি) বিচারপতি এফ  আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদের এর দ্বৈত বেঞ্চ বাড়িভাড়া ভাতা কমানোর সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে এ রুল জারি করেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক বশির আহমেদ নিশ্চিত করেছেন

জানা যায়, সরকার কর্তৃক বাড়িভাড়া মূল বেতনের ৫০% থেকে ৩৫% নামিয়ে আনা সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০৩তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ৫০শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ রাখার বিষয়ে একই সিদ্ধান্ত নেয় সরকার ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রাশেদা আখতারসহ অন্যান্যরা হাইকোর্টে একটি রিট (যার নং ৮৯৪/২০১৯, রাশেদা আখতার ও অন্যান্য বনাম রাষ্ট্র ও অন্যান্য) করেন

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের এর দ্বৈত বেঞ্চ বাড়িভাড়া ভাতা কমানোর সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন একই সঙ্গে উক্ত সিদ্ধান্ত কেন বাতিল হবে না তা জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ অন্যান্য পক্ষের প্রতি রুল জারি করেছেন

অধ্যাপক বশির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূর্বের মতো মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া অব্যাহত রাখা তাদের এই দাবির পরিপ্রেক্ষিতেই এই রিট করা হয়েছে বাড়িভাড়া সংক্রান্ত সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট

উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নন-এক্সপেনসিভ এলাকা গণ্য করে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০৩তম সভায় জাবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় গত ২১ জানুয়ারি (সোমবার) এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়