• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ নোট গাইড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

রাজধানী ঢাকার শিক্ষাসমৃদ্ধ জনপদ হিসেবে খ্যাত ধামরাইয়ে সরকার নিষিদ্ধ নোট গাইড ও নিম্নমানের ব্যাকরণ বইয়ে বাজার সয়লাব হয়ে গেছে।

 দুর্নীতিপরায়ণ ও অর্থলোভী শিক্ষকদের মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিম্নমানের বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্য করা হয়েছে। ফলে কয়েকগুণ বেশি দামে ওই সব নিম্নমানের বই কিনতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। এতে অভিভাবকরা অসাধু শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

নির্ধারিত লাইব্রেরি থেকে এসব বই কিনতে বাধ্য করা হচ্ছে। ধামরাই উপজেলায় ৩১টি উচ্চ বিদ্যালয় ও ১১টি দাখিল মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন প্রকাশনী অর্থের বিনিময়ে ম্যানেজ করে শিক্ষার্থীদের মাথায় তাদের বই চাপিয়ে দিয়েছে। এসব বই বিক্রি করার জন্য ডিলার নিযুক্ত করা হয়েছে। ওই ডিলারের মাধ্যমে এসব বই পেয়ে থাকেন বিভিন্ন বই বিক্রেতারা। ডিলারই মূল লভ্যাংশ হাতিয়ে নিয়ে থাকেন বলে বই বিক্রেতাদের অভিযোগ। আবার ডিলারের অভিযোগ, লাভের সিংহভাগ টাকাই নাকি চলে যায় শিক্ষকদের ম্যানেজ করতে।

প্রতিজন শিক্ষক এ বিষয়ে ৫ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। আবার অনেক শিক্ষকই এ প্রথা বাতিলের পক্ষে মতামত দিয়ে বলেছেন, সামান্য টাকার জন্য শিক্ষার্থীদের মেধাশূন্য করা উচিত নয়। আমরা প্রতিষ্ঠান থেকে বেতন পেয়ে থাকি। তাই বাড়তি টাকার জন্য নিম্নমানের বই সহায়ক পাঠ্য করা যুক্তিসঙ্গত নয়।নিম্নমানের কাগজ দিয়ে নিম্নমানের ছাপাখানায় অস্পষ্ট মুদ্রণ করে এ বই চাপিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে অভিভাবক মহলে রীতিমতো চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।