• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০১৯  

‘আঁধারের বিপরীতে জাগ্রত আমরা দ্রোহের অনল হাতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে দুই দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার ১৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শুক্রবার রাতে সম্মেলন শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বদিউর রহমান ও শিবাণী ভট্টাচার্য। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও জেলা উদীচীর সভাপতি লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উদীচীর বিদায়ী সভাপতি কাজী লুৎফুন নাহার শিউলী সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান রহমান মামুন।

এর আগে সন্ধ্যায় সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য করা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে কাজী লুৎফুন নাহার শিউলী মোস্তাফিজুর রহমান মামুনকে পুনরায় মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করার উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বদিউর রহমান। এই অনুষ্ঠানে জেলা উদীচীর পক্ষ থেকে সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি ও জেলা উদীচীর সভাপতি লক্ষী চ্যাটার্জীকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পতাকা ও সংগঠনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনটির ১৩ তম সম্মেলনের উদ্বোধন করেন জেলা উদীচীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দীপক কুমার ঘোষ, জেলা উদীচীর সভাপতি কাজী লুৎফুন নাহার শিউলী সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মামুন।

এরপর সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ রফিক সড়কসহ পাশের গার্লস স্কুল সড়ক ও গঙ্গাধরপট্টি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় আবৃত্তি ও গণসংগীত অনুষ্ঠিত হয়।