• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সাভার শ্রমিক কলোনীতে আগুনে পুড়ে গেছে ৭৩ টি ঘর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

সাভার পৌরসভার ভাগলপুরের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে  পঞ্চাশটি বসত ঘর। সোমবার ভোরে  তিনটি শ্রমিক কলোনীতে আগুন লাগে।  
সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট  আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া শ্রমিক কলোনীগুলি হচ্ছে-  আলমগীর হোসেন, হাসান মিয়া ও শামছুল হকের মালিকানাধীন শ্রমিক কলোনী। 
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে সাভার ফায়ার সার্ভিস। 
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র এস.ও লিটন আহাম্মদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি শ্রমিক কলোনীর ৭৩টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  
স্থানীয়রা জানায়, প্রথমে আলমগীর মিয়ার ভাড়া বাড়ির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন শ্রমিক কলোনীসহ পাশের আরও দুটি কলোনীতে   ছড়িয়ে পড়ে। 
সাভার মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।