• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দেড়শ টাকার মুরগি কাটতে ১৫০ টাকা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০১৯  

চট্টগ্রামের হাটহাজারী কাঁচাবাজারে একটি মুরগি কেটে ১৫০ টাকা নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছেন ইউএনও রুহুল আমিন।

রোববার জালাল নামের একজনের অভিযোগের ভিত্তিতে তিনি এ অভিযান চালান।

ইউএনও রুহুল আমিন বলেন, জালাল একজন সরকারি চাকরিজীবী। তিনি ঈদ উদযাপনে হাটহাজারী আসেন। কাঁচাবাজার থেকে ১৫০ টাকা দামের একটি মুরগি কিনে কাটতে দেন তিনি। এ সময় তার কাছ থেকে মুরগি কাটার জন্য ১৫০ টাকা মজুরি নেয়া হয়। প্রতিবাদ করলেও বাড়তি টাকা ফেরত দেয়া হয়নি। এরপর তিনি আমার কাছে আসলে পুলিশসহ ঘটনাস্থলে গেলে বাড়তি অর্থ আদায়কারী পালিয়ে যান। তখন বাজার কমিটি ও ইজারাদার এসে বাড়তি টাকা ফেরত দেন।