• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

সাতক্ষীরায় স্ত্রী নাসিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জালাল সানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত জালাল সানা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল সানার ছেলে। 

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাশ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে চলিত বছরের ১৩ মার্চ রাতে জালাল সানা তার স্ত্রী নাসিমা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার আলী মোড়ল বাদী হয়ে ১৪ মার্চ কালিগঞ্জ থানায় মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন ১৭ মে জালাল সানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।