• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন মন্ত্রিসভা। সকাল পৌনে নয়টায় সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন টানা তৃতীয়বারে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ৪৬ সদস্য।

এরপর সকাল ১১টায় সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শনবহিতে অনুভূতি লিপিবদ্ধ করবেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও শহীদদের শ্রদ্ধা জানাবেন। তিন বাহিনীর প্রধান ও সদস্যরা এ সময় তাদের গার্ড অব অনার প্রদান করবেন।

প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যদের আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।

উল্লেখ্য, গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করান।