• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের আস্থার কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

তিনি বলেন, একসময়ে তলাবিহীন ঝুড়ি বলে উপহাসের কঠোর জবাব দিয়ে এখন সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেছে। বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স এসোসিয়েশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় আরও বক্তৃতা করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান