• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

গণতান্ত্রিক পূর্ণতা পেতে একসাথে কাজ করবে বাংলাদেশ-ভারত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

গণতান্ত্রিক দেশ হিসেবে কেউই পরিপূর্ণ নয়, সেই অবস্থান উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত। একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবসে যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে হাইকমিশনার বলেন, মানবপাচার পরিস্থিতি ভয়াবহ। সংকট নিরসনে একসাথে কাজ করবে দুই দেশ।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবেই পালন হচ্ছে দিনটি। প্রতিবছর বাংলাদেশে দেশটির দূতাবাস নানা আয়োজন করলেও এবার তা হচ্ছে না করোনার প্রকোপে। তবে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দু’দেশের অভ্যন্তরীন সংকট নিয়েও কথা বলেন তিনি। সীমান্ত হত্যা বন্ধ ও মানবপাচার বন্ধ করতে সতর্ক অবস্থানে থেকে একত্রে কাজ করার কথা জানান হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের র‍্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানে ভারতীয় দূতাবাস। তবে স্বাধীন দেশের সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে মন্তব্য করতে চাননি ভারতীয় হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী জানান, উন্নয়নশীল দেশ হিসেবে গণতান্ত্রিক উন্নয়নেও একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।