• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

পায়রার ভাঙন রোধে ৭৫১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

বরগুনায় পায়রা নদীর ভাঙন রোধে শহররক্ষা বাঁধ নির্মাণ, ব্লক বসানো ও চাওরা খাল পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার ও স্লুইসগেট নির্মাণে ৭৫১ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু।

সভায় আরো বক্তব্য দেন- আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব প্রমুখ।