• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আরো চারটি সংসদীয় কমিটি গঠন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯  

একাদশ সংসদের আরো চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পক্ষে কমিটিগুলো গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে সেগুলো গঠিত হয়। 

কমিটিগুলো হলো- জনপ্রশাসন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৮টি কমিটি গঠিত হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এইচ এন আশিকুর রহমানকে। তিনি দশম সংসদেও একই কমিটির সভাপতি ছিলেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমেদ মজুমদার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, দীপাঙ্কর তালুকদার ও পনির উদ্দিন আহমেদ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মির্জা আজম। তিনি এই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম, শাহীন আক্তার ও আব্দুল মমিন মন্ডল।

বেসরকারি সদস্য বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসকে। এ কমিটির সদস্যরা হলেন সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান ফিজার, মোসলেম উদ্দিন, কামরুল ইসলাম, মতিন খসরু, সেলিম আলতাফ জজ ও শফিকুল ইসলাম জিন্নাহ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে । এ কমিটির সদস্যরা হচ্ছেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, মো. শহিদুল ইসলাম, কবিরুল হক, শহীদুল ইসলাম বকুল, মাহবুবউল আলম হানিফ, ছোট মনির ও মোজাফফর হোসেন।