• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বেনাপোলে ময়ূরের পাখাসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

বেনাপোলের বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযানে ময়ূরের পাখা, ফেনসিডিলসহ প্রায় ৫ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বেনাপোল পোর্ট থানার শিকড়ী মাঠ এলাকা থেকে ২৬ হাজার পিস ভারতীয় ময়ূরের পাখা জব্দ করে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল। একই ক্যাম্পের অন্য একটি টহল দল সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এছাড়া দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল গাতিপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কিটকাট চকলেট, শন পাপড়ি, বিস্কুট, নেহা মেহেদী ও প্যাম্পার্স আটক করে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত এসব পণ্যে বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা দেয়া হয়েছে।