• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সাভার ও ধামরাইয়ে গড়ে উঠেছে অবৈধ ওষুধ ও কীটনাশক তৈরির কারখানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

সাভার ও ধামরাইয়ে যত্রতত্র গড়ে উঠেছে গবাদী পশুর অবৈধ ওষুধ ও কীটনাশক তৈরির কারখানা। মানহীন এসব কারখানার ওষুধে রোগ প্রতিরোধের চেয়ে বিভিন্ন ধরনের জটিল আর কঠিন রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। আর পরিবেশের বিরূপ প্রভাবে নানান রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে অসাধু ব্যবসায়ীরা অবাধে পরিচালনা করে আসছে ক্ষতিকারক এসব কারখানাগুলো।

ঢাকার অদূরে সাভার ও ধামরাই উপজেলা। ভৌগলিক সীমারেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অঞ্চলের যেখানে সেখানে গড়ে উঠেছে কীটনাশক আর গবাদী পশুর ঔষধ কারখানা। সংশ্লিষ্ট অধিদপ্তরের কোনো অনুমতি না নিয়ে শুধু ট্রেড লাইসেন্সের মাধ্যমে এসব ঔষধ কারখানা চালু করায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে পরিবেশ দূষণে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে ঔষধ রোগ নিরাময়ের জন্য তৈরী তা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন কারণে প্রতিষেধক কারখানাগুলো ভেজালে সয়লাব হয়ে পড়েছে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। উপজেলা প্রাণী সম্পদের এই কর্মকর্তা জানালেন, এ ধরনের কোনো কারখানার খোঁজ তাদের কাছে নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বললেন, স্থানীয় প্রাণী অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত ভেজাল ঔষধ কারখানায় অভিযান হয়নি উল্লেখ করে শিগগিরই এ ধরনের কারখানাগুলোয় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু কথা নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনই প্রত্যাশা সবার।