• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বন্ধ হয়ে যাবে ‘কফি উইথ করণ’?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

বলি তারকাদের নিয়ে যে সব চ্যাট শো এতদিন পর্যন্ত দর্শক দেখেছেন, তার মধ্যে প্রথম সারিতেই থাকবে ‘কফি উইথ করণ’। তারকাদের হাঁড়ির খবর বের করতে আনতে জুড়ি নেই পরিচালক করণ জোহরের। বহু অজানা তথ্য এই শো-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কিন্তু বহু জনপ্রিয় এই শো-এর ভবিষ্যতের ওপর কালো ছায়া নেমে এসেছে। আর হয়তো এই শো দেখা যাবে না।

সম্প্রতি ওই শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডে এবং কে এল রাহুল। সেখানে গিয়ে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই দুই ক্রিকেটার। কিন্তু তা সম্পাদনা না করেই দেখানো হয়। ফলস্বরূপ ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠায় ভারতীয় দল। এর জেরেই ওই শো নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

অনেকেই মনে করছেন, এই শো-এর উপস্থাপক হিসেবে শো-এর বিষয় বা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত থাকে করণের। তিনিও কেন তা নিয়ে যত্নবান নন, প্রশ্ন উঠছে তা নিয়েও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের কথায়, ‘এটা করণের শো। কী দেখানো হচ্ছে তার ওপর ওর কন্ট্রোল থাকা উচিত। যদি কোনো অতিথি মুখ ফস্কে কিছু বলেও থাকেন, উপস্থাপক হিসেবে কোথায় শেষ করতে হবে তা বোঝা উচিত ছিল করণের।’

অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা করণ, কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।