• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সিংগাইর থানায় নষ্ট হচ্ছে জব্দ করা গাড়ি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

সিংগাইর থানা পুলিশের দীর্ঘদিনের জব্দ করা শত শত যানবাহন খোলা আকাশের নিচে থেকে নষ্ট হয়ে যাচ্ছে| বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে মাটির সঙ্গে মিশে ঝোঁপজঙ্গলে পরিণত হচ্ছে| বিকল হয়ে গেছে যানবাহনের যন্ত্রপাতি| মরিচা ধরে বিনষ্ট হলেও আদালতের নির্দেশনা না থাকায় নিলাম ডাকা যাচ্ছে না এবং আইনি জটিলতার কারণে যানবাহন হস্তান্তর করা যাচ্ছে না বলে জানা গেছে| ফলে দীর্ঘদিন ধরে বিকল হওয়া যানবাহনগুলোর মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারও হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব|

অন্যদিকে যানবাহন রাখার ক্ষেত্রেও থানা চত্বরে জায়গার অভাব দেখা দিয়েছে| এমনিতেই থানা ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের| পেছনে নতুন ভবনের কাজ হচ্ছে কিন্তু মালামাল রাখার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে| মাদক, চোরাচালান, দুর্ঘটনা, বৈধ কাগজপত্র না থাকা ও নানা অবৈধ পণ্য পাচার এবং চুরি-ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত জব্দ করা এই যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ভ্যান ইত্যাদি| পুলিশের বিভিন্ন চেকপোস্টে কিংবা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে সড়ক-আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এই যানবাহনগুলো জব্দ এবং উদ্ধার করা হয়েছে| এর মধ্যে কোনোটার বৈধ কাগজপত্র রয়েছে আবার কোনোটা অবৈধ| বৈধ কাগজপত্র থাকলেও আইনি জটিলতার কারণে মালিক পক্ষ তাদের যানবাহন ছাড়িয়ে নিতে পারছেন না| তেমনি আদালতের নির্দেশনা ছাড়া পুলিশও এসব গাড়ি নিলামে বিক্রি করতে পারছে না|

থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘কিছু কিছু যানবাহনের অতি দ্রুত নিলাম দেওয়া উচিৎ| যা দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে| আদালতের নির্দেশ পেলেই এগুলোর নিলাম ডাকা হবে| এতে করে সরকারও রাজস্ব পাবে| এ ক্ষেত্রে কোর্ট ইন্সপেক্টরকেও জানিয়েছি বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়|’ 

মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, বিষয়টি বিচারাধীন| বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না| তিনি নিজেও এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন| মামলার নিষ্পত্তি হলেই আদালত নির্দেশ দেবে| আদালত নিষ্পত্তি করলেই এগুলোর নিলাম ডাকা হবে| তখন সরকারের কোষাগারেও রাজস্ব আয় হবে|