• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘিওরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২  

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা ইছামতি নদীর ওপর নির্মিত সেতুটি বন্যায় দু’পাশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত সেতুর ওপরে বাঁশের সাকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে। দীর্ঘ ২০ বছরেও সেতুটি মেরামত না করায় প্রায় ১২টি গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা এলজিইডি ২০০২ সালে ইছামতি নদীর ওপর প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করে। ইছামতি নদীর ভাঙ্গনে সেতুটির পশ্চিম পাশের সম্পূর্ণ অংশ নদীতে বিলীন হয়। এবং পূর্ব পাশের দুইটি পাটাতন ধসে যায়। ফলে এলাকার লোকজন যাতায়াতের জন্য ক্ষতিগ্রস্ত সেতুটির ওপরে বাঁশের সাঁকো নির্মাণ করে কোন রকম যাতায়াতের ব্যবস্থা করে। প্রতিদিন কুস্তা, ঠাকুরকান্দি, ভররা, বিনোদপুর, খলসী, কুমুরিয়া, বনগাঁও, নারচি, ও জিয়নপুর ইউনিয়নসহ ১০-১২টি গ্রামের শত শত লোকজন এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।