• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষার্থী-শিক্ষক নিহত: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২  

মানিকগঞ্জের শিবালয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পিকআপচাপায় শিক্ষার্থী-শিক্ষক নিহতে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে তদন্তে যান জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির চার সদস্য। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কমিটি প্রধান মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকার জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটার তদন্ত কাজে এসেছি। আমরা জানার চেষ্টা করেছি যে পিকআপে দুর্ঘটনা ঘটেছে সেটা এখানে সবসময় থাকে কী-না। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মতামত নেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিবো।

এসময় কমিটির বাকি তিন সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান উপস্থিত ছিলেন।

এর আগে ২১ মার্চ (সোমবার) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপচাপায় শিক্ষক ফাতেমা নাসরিন ও প্রথম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের মূল ফটকে ঝুলছে তালা।