• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২  

শোভাযাত্রা ও আনন্দ র‌্যালির মধ্যদিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (১৯ আগস্ট) সকাল এগারটায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ-রফিক সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মালম্বী হাজার-হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেয় এবং ঢাকের তালে নেচে গেয়ে উৎসবটিকে অনাড়ম্বর করে তোলে।

শোভাযাত্রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষী চ্যাটার্জী, ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী অর্নিবাণ কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী গুরুদাস রায়, পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী সুব্রত ঘোষ সুভাষ, সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন রাজবংশী, পৌর শাভার সভাপতি তুষার কর্মকার তেজেন প্রমুখ উপস্থিত ছিলেন।