• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘তথ্যপ্রযুক্তির যুগে গুজবের রাজনীতির ঠাঁই নেই’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্যপ্রযুক্তির এ যুগে দেশে তথাকথিত গুজবের রাজনীতির ঠাঁই নেই। অনেক আগেই তা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর ও তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যার অগ্রভাগে সুনিপুণ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরোয়ার কমল, সংরক্ষিত এমপি ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এইচ.টি ইমাম বলেছেন, গুটি কয়েক অসভ্য মানুষের অপরাধের দায় পুরো জাতির উপর চাপানো উচিত না। আমরা অসভ্য জাতি নই। আমরা বাঙালি, বাঙালি কখনো অসভ্য জাতি হতে পারে না।

চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামে ১৭টি সরকারি সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সব প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। উন্নয়নের প্রসববেদনা একটু বেশিই কষ্ট দেয়। সে কষ্ট মেনে নিলে পরবর্তীতে দীর্ঘমেয়াদী সুফল ভোগ করা যাবে।