• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ছলনাময়ী বিএনপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

দেশে বইছে নির্বাচনের গরম হাওয়া। দিন যত যাচ্ছে এর উত্তাপ তত বাড়ছে। কারণ নির্বাচনের আর এক মাসেরও কম সময় আছে।

এজন্যই নির্বাচনের সব কাজ সঠিক সময়ের ভিতর সম্পাদনের জন্য সব ক্ষেত্রে রয়েছে তোড়জোড়। দেশের নির্বাচন কমিশনও আগাচ্ছে ঠিক দিন তারিখ অনুযায়ী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এজন্য খুব হিসাব করে আগাচ্ছে নির্বাচন কমিশন। কারণ সময় যে আর নষ্ট করা যাবে না।

ইতোমধ্যে দেশের রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া শেষের পথে। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদানের কাজ করছে মির্জা ফখরুল। কারণ টাকার পাহাড় গড়ার ফলে চেয়ারপারসন খালেদা কারাগারে আছেন। তার এই কারাবাসের বয়সও প্রায় এক বছর হতে চললো। তার অবর্তমানে দলের কাজ করতে হচ্ছে ফখরুলকে।

বিএনপি যতই নতুন দলকে নিজেদের দলে নিয়ে দল ভারী করার চেষ্টা করুক না কেন নিজেদের অপকর্মের জন্য আস্থা হারিয়েছে এই দল। দেশের  জনগণ এই রাজনৈতিক দলকে এখন চিনে অপকর্মের ও বিশ্বাসঘাতক দল হিসেবে। এই বিশ্বাসঘাতক দল মনোনয়নপত্র দিচ্ছে কিন্তু তাও ভুয়া, জাল। আসন কপি কাউকেই দেয়া হচ্ছে না। দেশের জনগণের পর এখন দলের মনোনয়ন প্রার্থীদের সাথেও ছলনার আশ্রয় নিয়েছে এই দল।

আসল মনোনয়নপত্র পেতে এখন হয়রানির শিকার হতে হচ্ছে দলের নেতাকর্মীদের। টালবাহানার এই দল বাকি দিনগুলোতে কী করবে এই নিয়ে সন্দিহান দলের নেতাকর্মীরা।