• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মনোনয়ন বৈধ হলো যাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে বেশ কয়েকজনের প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে-

গোলাম মওলা রনি (বিএনপি) পটুয়াখালী-৩;

মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি) কিশোরগঞ্জ-৩;

মোরশেদ উদ্দিন মিল্টন (বিএনপি) বগুড়া-৭;

তমিজ উদ্দিন (বিএনপি) ঢাকা-২০;

শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬

ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪;

সুমন সালামত পটুয়াখালী-১;

মিজানুর রহমান ঠাকুরগাঁও-১;

শাহজাহান পটুয়াখালী-৩;

কাইয়ুম চৌধুরী (বিএনপি) সিলেট-৩;

মাহবুব আলম (স্বতন্ত্র) গাজীপুর-২;

নজরুল ইসলাম নেত্রকোনা-১;

জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১

শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জ-১;

আয়নাল হক সিরাজঞ্জ-৩

জুবায়ের আহমেদ হবিগঞ্জ-১;

জয়নাল আবেদীন গাজীপুর-২

আফসার আলী সাতক্ষীরা-২;

মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩;

হেলাল ব্রাহ্মণবাড়িয়া-৪;

জয়নাল আবেদিন;

ফজলুর রহমান জয়পুরহাট;

আবিদুর রহমান মানিকগঞ্জ-২;

জেসমিন নূর বেবী

আবদুল মজিদ ঝিনাইদহ-২