• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিকল্পধারার ৩ জন নৌকা, ২০ জন কুলা প্রতীকে লড়বেন উন্মুক্ত আসনে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

একাদশ সংসদ নির্বাচনে বিকল্পধারার ২৩ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। এর মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য  ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জ-১, প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এবং বিকল্পধারার বাকি ২০ জন প্রার্থী কুলা প্রতীক নিয়ে লড়বেন উন্মুক্ত আসনে।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান জানান, উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচএম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ যশোর-৪ এবং কক্সবাজার-২ আসনে মেজর (অব.) শাহেদ সরওয়ার।        চট্টগ্রাম-২ আসনে মজহারুল ইসলাম শাহ চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনে ডা. রফিকুল ইসলাম চৌধুরীসহ বিকল্পধারার মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে যারা লড়বেন তাদের তালিকা:    

১. দিনাজপুর-২. মো. আশরাফুল ইসলাম, ২. রংপুর-২, ইঞ্জি. হারুন-অর-রশিদ তালুকদার, ৩. কুড়িগ্রাম-২, আবুল বাশার,  ৪. রাজশাহী-৩  মো. মনিরুজ্জামান, ৫. নাটোর-৩  মনজুর আলম হাসু, ৬. সাতক্ষীরা-৪ এইচ এম গোলাম রেজা, ৭. যশোর-৪ এম নাজিমউদ্দিন আল আজাদ,  ৮. যশোর-৩ মারুফ হোসেন কাজল, ৯. বরিশাল-৩ মো. এনায়েত কবির, ১০. টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম, ১১. মানিকগঞ্জ-২ গোলাম সারোয়ার মিলন, ১২. ঢাকা-৪ কবির হোসেন, ১৩. ঢাকা-১৩ মো. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ১৪. ঢাকা-১৫ এইচ এম গোলাম রেজা, ১৫. ঢাকা-১৭, একে. এম সাইফুর রশিদ, ১৬. ঢাকা-১৯ আইনুল হক, ১৭. সিলেট-৬ শমসের মবিন চৌধুরী, ১৮. কুমিল্লা ১১ মাওলানা শামছুল হক জেহাদী, ১৯. নোয়াখালী-১ ব্যারিস্টার ওমর ফারুক, ২০. কক্সবাজার-২ মেজর (অব.) শাহেদ সরওয়ার।