• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পরাজয় জেনে ডিএনসিসি উপ-নির্বাচন থেকে সরে দাঁড়াল বিএনপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রীতিমত স্নায়বিক সমস্যায় পড়েছে বিএনপি। মূলত তারা বুঝতে পেরেছেন দেশের মানুষ বিএনপির ওপর থেকে এমন ভাবে আস্থা হারিয়ে ফেলেছে। আর এই কারণে ডিএনসিসি উপ-নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে অংশ নেন বলে জানা যায়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৭ টি আসন পেলেও ঢাকা থেকে একটি আসনও পায়নি বিএনপি। তার মাধ্যমে বোঝাই যাচ্ছে অন্তত ঢাকায় বিএনপির কোন জনপ্রিয়তা নেই। আর এই কারণেই আমরা চিন্তা করছি এবার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো না।

তবে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, নির্বাচনে আমরা অংশ নিতেই পারি। তবে সংসদ নির্বাচনের ফলাফল অনুসারে বোঝা যায় আমাদের সক্ষমতা আগের অবস্থানে নেই। তাই আমাদের কিছু সময়ের প্রয়োজন। এবারের নির্বাচনে অংশ না নিলেও আগামী যেকোন নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো।

এদিকে বিষয়টি উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক বিশ্লেষক এ আরাফাত বলেন, হার-জিত বড় কোন বিষয় নয়। বিষয়টি হচ্ছে অংশগ্রহণ করা। বিএনপির উচিত হবে, হার-জিতকে প্রাধান্য না দিয়ে, নির্বাচনের মাঠ যাচাই করার জন্য হলেও অংশগ্রহণ করা। বিএনপির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে রাজনীতি করার মানসিকতা হারিয়ে ফেলেছে তারা। আশা করবো, এমন মানসিকতা থেকে বের হয়ে দেশের মানুষের সিদ্ধান্তকে সম্মান দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।