• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চকবাজার অভিযানে বাধা দিলো বিএনপি নেতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০১৯  

রাজধানীর চকবাজারের বকশি বাজার এলাকায় জয় চন্দ্র নাগ রোডে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। এ সময় চারটি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলেও একই সড়কের অন্য একটি বাড়িতে অভিযান চালানোর সময় তারা বাধা পায়। জানা গেছে, ওই বাড়ির মালিকের নাম মোতালেব। তিনি চকবাজার থানা ছাত্রদল শাখার কর্মী। চকবাজার থানা ছাত্র দলের সভাপতি নুরুল আলম শিপুর লোকজন নিয়ে তারা অভিযানে বাধা দেয়।

সূত্র জানায়, সিটি করপোরেশনের কর্মীরা ২ মার্চ সকাল থেকেই রাসায়নিকের অস্তিত্ব আছে এমন বিভিন্ন বাড়িতে অভিযান চালায়। এমন সময় চারটি বাড়িতে নিষিদ্ধ রাসায়নিক, পলিথিন, ও রাসায়নিকের কৌটা পাওয়ার পর বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এ খবর মোতালেব ছাত্র দলের সভাপতি শিপুকে জানালে তার কর্মীরা ওই বাড়িতে অবস্থান নেয়। পরে সিটি করপোরেশনের লোকজন তার বাড়িতে অভিযানে গেলে তাদের প্রতিহত করে।

সিটি করপোরেশন সূত্র জানায়, বেলা ১১টার দিকে অভিযান শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো শেষে পঞ্চম বাড়িতে অভিযান চালানোর সময় তারা বাধা পায়। এ সসময় অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস, তিতাস, ওয়াসা, ডিপিডিসি নগর ভবনে চলে আসে।

রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানান, বকশিবাজার এলাকায় জয় চন্দ্র নাগ রোডের ৮ / ৩,৮ /ক, ১৬ / ২,১৬ /২ /বি এই চারটি বাড়িতে অভিযান শেষ করে তাঁরা। পরে একই সড়কের ১৭ নম্বর বাড়িতে অভিযানের জন্য গেলে মালিক মোতালেব লোকজন নিয়ে বাধা দেয়। পরে তারা নগর ভবনে চলে আসেন।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। পরে হাসপাতালে মারা গেছেন আরও ৪ জন।