• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সুস্থ হওয়ার পরও সংক্রমণ ছড়াতে পারে করোনা আক্রান্ত ব্যক্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

করোনা সারাবিশ্বে দিন দিন আতঙ্ক বাড়াচ্ছে। ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু ঘটেছে ৫৩ হাজার ১৯৮ জনের। অন্যদিকে করোনার ভয়ানক থাবা থেকে বেঁচে ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন।

চিকিৎসকদের মতে, করোনা আক্রান্তের শরীরে অসুখের আর কোনো উপসর্গ না পাওয়া মানেই তারা সুস্থ। তবে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও কি সংক্রমণ ছড়াতে পারে? গবেষণার তথ্য অনুযায়ী উত্তর হচ্ছে, হ্যাঁ!

গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তি পুরোপুরি রোগমুক্ত হলেও তিনি বাকিদের জন্য বিপজ্জনক। তার থেকে আশেপাশের মানুষের করোনা সংক্রমণ হতে পারে। বিশেষ করে সুস্থ হওয়ার পরও ১ থেকে ৮ দিন পর্যন্ত করোনার সংক্রমণ ঘটাতে পারে আক্রান্ত ব্যক্তি। 

গবেষকদের মতে, সুস্থতার পর সঙ্গে সঙ্গেই স্বাভাবিক জীবনে না ফিরে অন্তত ২ সপ্তাহ থাকুন আইসোলেশনে। 

করোনা আক্রান্তদের উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে, যারা সুস্থ হয়েছেন তারা সবাই করোনার প্রাথমিক পর্যায়ে ছিলেন। সুস্থ হওয়ার পর তাদের শরীরে করোনাভাইরাসের আর কোনো উপসর্গও ছিল না। ফলে তাদের স্বাভাবিক জীবনে ছেড়ে দেয়া হয়। এরপরই ঘটে বিপত্তি! দেখা যায়, তাদের থেকেই আশাপাশের অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

তাই সতর্ক থাকুন। সুস্থ হওয়ার পরও সামাজিক যোগাযোগ কিছুদিনের জন্য বন্ধ রাখুন। তবেই করোনার ভয়ানক থাবা থেকে বাঁচবেন আপনি, আপনার পরিবার, দেশ ও জাতি।