• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

প্রতিদিন ১ হাজার বিএমডব্লিউ!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘বিএমডব্লিউ’ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিশ্বের ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের আলাদা এক ধরনের মোহ থাকে এই ব্র্যান্ডের গাড়ির প্রতি। শুধুই বড়লোকদের মধ্যে নয়, গাড়িটির নির্মাণ, দামসহ নানা কৌতূহল ঘুরে ফিরে সাধারন মানুষের মনে। তাই চলুন জেনে নেই কী আছে এই গাড়িতে। আর কীভাবে প্রস্তুত করা হয় গাড়িটি।

জার্মানির মিউনিখ শহরে বিশ্বের নামকরা এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কারখানা। ১৯৫২ সাল থেকে বিএমডব্লিউ গাড়ি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই কারখানা থেকে। প্রতিদিন এই কারখানা থেকে রোবট দলের মাধ্যমে প্রতিদিন ১ হাজার গাড়ি উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

বিএমডব্লিউ তৈরি নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক (থ্রি-সিরিজ প্রজেক্ট) আলেকজান্ডার র‌্যায়স ফর্স্টাড বলেন, ‘আমরা গাড়ি নির্মাণের জন্য কারখানাটি নির্মাণ করি ১৯৫২ সালে। মিউনিখের এই কারখানা থেকে বিশ্বব্যাপী বিএমডব্লিউ বাজারজাতকরণ শুরু করি। ১৯৯৯ সাল বিএমডব্লিউ এর কারখানাটি ‘ফোর সাইল্যান্ডার’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। ৫০টি দেশের প্রায় আট হাজার কর্মী এই কারখানায় উৎপাদন কাজে নিয়োজিত রয়েছেন।’