• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে দলে যে ১৫ জন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ স্কোয়াড ঘোষণা করেন।

মাশরাফিকে অধিনায় করে ঘোষণা করা হয়েছে দল। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। দলে চমক বলতে মোসাদ্দেক হোসেন। ইয়াসির আলীকে নিয়ে অনেক গুঞ্জন চললেও বিশ্বকাপ দলে জায়গা মেলেনি তার। এছাড়া পেসার আবু জায়েদ রাহী আছেন বিশ্বকাপ দলে। পেসার শাফিউল ইসলাম এবং তাসকিনের নাম শোনা গেলেও ডাক পাননি তারা।

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, মো. সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

এছাড়া ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসানকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরের জন্য নেয়া হয়েছে।